এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট প্রবাসী বাংলাদেশিরা দেরিতে পাঠালে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছানো নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে ইসি।
বুধবার (২১ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে।’
এতে আরও বলা হয়, ‘আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।’
ইসি জানায়, আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কার্যক্রম শেষ হওয়ার পরই ভোট দিতে পারবেন প্রবাসীরা।
এবারই প্রথম ১২০টির বেশি দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন। পাশাপাশি দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক তথা সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ইসির তথ্য বলছে, সবমিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
নির্বাচনি মাঠে লড়ছেন ১৯৬৭ প্রার্থী
