নির্বাচনে ৫৫ হাজার পর্যবেক্ষকসহ থাকছেন ৫০০ বিদেশি প্রতিনিধি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক ও সাংবাদিক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৫৫ হাজার ৪৫৪ জন দেশি এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের নির্বাচন সংক্রান্ত ব্রিফিংকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত নিশ্চিত করেন।

ইসি কমিশনার জানান, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক সারা দেশে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি ও সাংবাদিক নির্বাচন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। বিদেশি কূটনীতিকদের এই ব্রিফিংয়ের মাধ্যমে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত করা হয়েছে।

FJ
আরও পড়ুন