বড়দিনে গির্জায় গির্জায় প্রার্থনা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এতে অংশ নিতে ভোরে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আবাল-বৃদ্ধ-বণিতা ভোর থেকেই আসেন গির্জায়। সব গির্জাতেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করছেন।

তেজগাঁও ধর্মপল্লী গির্জায় প্রার্থনা শেষে খ্রিস্টান এক নারী বলেন, আজকের দিনে আমাদের প্রার্থনা হলো- পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করি সেই প্রার্থনা করছি।

এ জন্য সংশ্লিষ্ট গির্জা কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানের গির্জা সাজানো হয়। আলোকসজ্জা করা হয় গির্জার ভেতরে-বাইরে। রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোশালা ঘর।

FI
আরও পড়ুন