কক্সবাজারে শরণার্থী শিবিরে সম্প্রতি অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়েছে সাড়ে তিন হাজার শিশুসহ পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থী। মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ইউনিসেফের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে শেলডন ইয়েট বলেন, আমরা সন্তুষ্ট যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে দেড় হাজার শিশু তাদের শিক্ষার সুযোগ হারিয়েছে। কারণ আগুনে তাদের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পুরো ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন করা হচ্ছে, পাশাপাশি ইউনিসেফ ও অংশীজনেরা অস্থায়ী তাঁবু নির্মাণ করবে, যাতে শিশুরা তাদের শ্রেণিকক্ষের পুনর্নির্মাণ কাজ চলাকালীনও শেখার সুযোগ পায়।
বিবৃতিতে জানানো হয়, ইউনিসেফ ও অংশীজনেরা আতঙ্কগ্রস্ত শিশু ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে রাতভর সহায়তা করেছে। আমাদের মনে রাখতে হবে, এই শিশুরা সহিংসতা ও আতঙ্কজনক পরিবেশ থেকে পালিয়ে এখানে এসেছে। এসব শিশু যাতে নিরাপদ, সুস্থ ও সুরক্ষিত থাকে সেজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের আশ্রয় ও তাদের অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে এখনই স্থানীয় কর্তৃপক্ষ, জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
