ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম

নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নানা চাপ অতিক্রম করে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারো কোনো চাপ কখনও অনুভব করি না। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

হাছান মাহমুদ বলেন, বিভিন্ন দেশের নানা পারসেপশন, ন্যারেটিভ থাকে। কিন্তু দিন শেষে সবাই এক সঙ্গে কাজ করবো এটাই হচ্ছে মূল বিষয়। সবাই আমাদের উন্নয়ন সহযোগী। সবাইকে সাথে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। তবে সবার সাথে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে আমরা মূল্য দেবো। 

তিনি বলেন, আমরা পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ৫২ বছরে আমাদের যে অর্জন তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল।

AS
আরও পড়ুন