প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা গুরুত্বপূর্ণ ছিল। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা চাই।
রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সুযোগ আসবে, সেগুলো কাজে লাগাতে হবে। বাণিজ্যের প্রসার না ঘটলে দেশ এগোতে পারে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি যে আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।
শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশের জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সরকারপ্রধান বলেন, সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ রয়েছে। তবে আগাম প্রস্তুতি থাকলে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না। উৎপাদন বৃদ্ধি করতে আমরা বহুমুখী ব্যবস্থা নিয়েছি এবং সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। আরও উন্নত হোক। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক।
বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ।
