হাড় কাঁপানো তীব্র শীতে সারা দেশে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সন্ধ্যা নামলেই দ্রুত নেমে যাচ্ছে তাপমাত্রা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষ।
উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় সূর্যের দেখা মিলছে না। শীতের প্রকোপের কারণে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় রাজশাহী, পাবনা, নওগাঁ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বন্ধ রাখা হয়েছে কুড়িগ্রামের ৯ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা। তবে ঠান্ডা থাকলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে লালমনিরহাটে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জেলার সব সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মাহবুব আলম জানান, জেলায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
এদিকে পাবনা প্রতিনিধি জানায়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার একদিনের জন্য পাবনা জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা এ তথ্য জানিয়েছেন।
চলমান শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ জানুয়ারি এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
