ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩৬ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম

দেশের ৩৬ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।

FI/BS
আরও পড়ুন