ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেন্দ্রীয় শহীদ মিনারে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাই

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বে ৩৫ কোটিরও বেশি বাংলা ভাষাভাষী রয়েছে। তাই বাংলা ভাষা পৃথিবীর অন্যতম প্রচলিত ভাষা। আমরা বাংলাকে এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবো।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া একটি জাতির জন্য বিশাল অর্জন। এখন আমাদের স্বপ্ন হলো- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তর করা।

তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

IL/FI
আরও পড়ুন