ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে তাগাদা দিলো ইসি

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:২০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব দাখিলের জন্য রাজনৈতিক দলগুলোকে তাগাদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ মার্চ) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪গ(১) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে।

কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা দিয়েছে।

 

AS
আরও পড়ুন