ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘নড়াইল এক্সপ্রেস’ কর্তৃপক্ষকে সতর্ক করলেন মাশরাফি

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পিএম

বাস মালিকদের সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি পোস্ট করেছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাস মালিকদের কড়া হুঁশিয়ারি দেন জাতীয় সংসদের হুইপ। পরে তার পার্সোনাল অফিসার-১ মো. জাহিদুল ইসলামের আইডি থেকেও সেটি শেয়ার দেয়া হয়।

মাশরাফি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন। আর পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যাবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন ?’

মাশরাফি আরও লিখেছেন, ‘দ্রুত এই ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফ্ট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে নড়াইল-যশোরের একটি বাস সার্ভিসের ‘নড়াইল এক্সপ্রেস’ অভিনব প্রতারণায় রেগেছেন মাশরাফি। ঢাকার বাস কাউন্টারে ব্যবহার করছেন হুইপ মাশরাফির ছবি ও যাত্রীদের কাছে বলছেন তার কথা।

SN/AST
আরও পড়ুন