বর্ষবরণে চলছে নানান প্রস্তুতি

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম

দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ।  নতুন বছরকে বরণ করে নিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। এবার ঈদ আর পহেলা বৈশাখের ছুটি পড়েছে পাশাপাশি। সারাদেশে তাই উৎসবের আমেজে চলছে বাঙালির প্রাণের।

প্রতি বছরের মতোই রাজধানীর রমনা বটমূলে গান, কবিতা ও নানা আয়োজনে নববর্ষকে বরণ করবে ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হবে। থাকবে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নানা আয়োজন।

পহেলা বৈশাখ ঘিরে আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তাসহ র‍‍্যাবের পক্ষ থেকে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। রাজধনীর মহাখালীর পুরো ফ্লাইওভারে শিল্পীর রং তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রামবাংলার প্রাণ প্রকৃতির চিত্র। 

এদিকে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া রিকশাচিত্রকে মূল প্রতিপাদ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার পহেলা বৈশাখ উদযাপন করা হবে। এরইমধ্যে উৎসব উদযাপনের প্রস্তুতি উপলক্ষে রিকশাচিত্র পেইন্টিং করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। এবার ঈদের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ে ১৮ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ে এবারের বৈশাখ উদযাপনের মূল অংশ জুড়েই থাকবে রিকশাচিত্র। বাংলা নববর্ষ-১৪৩১ বরণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় ফটকের পাশের দেয়ালে পেইন্টিং করা হয়েছে। রিকশা পেইন্টিংয়ের আদলে দেয়ালে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ফটক, বুড়িগঙ্গার নৌকা, মা ও প্রকৃতির বিভিন্ন চিত্র। শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রতে রয়েছে ফুল, মাছ, নৌকা, বাঘ, ময়ূরসহ নানা ধরনের চিত্র।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আমরা বাংলা নববর্ষকে বরণ করে নিতে চাই। সেজন্য ১৮ এপ্রিল আমরা বাংলা নববর্ষের অনুষ্ঠান করব। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিগত দিনে চলে আসা সকল আয়োজন থাকবে। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে চারুকলার শিক্ষার্থীরা নান্দনিক রিকশাচিত্র ফুটিয়ে তুলার কাজ করছে।

 

MB/AST