দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিদিনই নিউজ প্রকাশ হচ্ছে। প্রশাসনের কিছু কর্মকর্তার দুর্নীতির কারণে সুনাম ক্ষুণ্ন হচ্ছে সরকারের। এতে বিব্রত হচ্ছে রকারের পুরো ব্যবস্থাপনা। দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য বৃহস্পতিবার (৪ জুলাই) সচিব সভা ডাকা হয়েছে। এদিন বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় দুর্নীতি প্রতিরোধ, দ্রুত প্রকল্প বাস্তবায়ন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনাসহ সমসাময়িক বিষয়ে সভায় আলোচনা হতে পারে। একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর তার কার্যালয়ে প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয় গত ৬ ফেব্রুয়ারি। ওই সভায় প্রধানমন্ত্রী সচিবদের দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে যেন দীর্ঘসূত্রতা না থাকে- সে বিষয়ে তদারকি, উন্নয়ন প্রকল্প পরিদর্শন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয় সে সভায়। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও উন্নয়নকাজ দ্রুততর করা, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেন তিনি। প্রশাসনে যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ব্যক্ত করেন তিনি।
রেওয়াজ অনুযায়ী সচিব সভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকেন। সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। তবে এবারের সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সচিবদের নিয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভাটি ছিল বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা। সেখানে ছিল ৪১ এজেন্ডা।
