ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৯৫ উপজেলা চেয়ারম্যান অপসারণ, দায়িত্বে ইউএনও

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:৫০ পিএম

দেশের ৪৯৫টি উপজেলার পরিষদে উপজেলা চেয়ারম্যান অপসারণ করা হয়েছে। তাদের দায়িত্বে থাকবে নির্বাহী (ইউএনও)।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ (ঙ) এর উপধারা (১) প্রয়োগ করে ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসাবে নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে সারাদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা মেয়রদের নিজ নিজ পদ হতে অপসারণ করা হলো।

MB/FI
আরও পড়ুন