মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

এবার ডি-৮ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন।

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মুহাম্মদ ইউনূস কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি।

পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ‘ডেভেলপিং-৮’ বা ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে দুই দিনের সফরে কায়রো রওনা হন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছিলেন, এবার ডি-৮ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন।

এছাড়া, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

NC
আরও পড়ুন