ঢাকার বাইরে মানুষ স্থানীয় নির্বাচন চায়: তোফায়েল

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলেন, কেউ কেউ আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। কেউ কেউ একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম

রাজনৈতিক দলগুলোর দ্রুত জাতীয় নির্বাচন চাইলে ও ঢাকার বাইরের মানুষজন স্থানীয় নির্বাচন করার ওপরও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কমিশনের প্রধান এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, তারা ঢাকার বাইরে গিয়ে যেসব মতামত পাচ্ছেন, সেখানে মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। তবে ঢাকায় রাজনীতিবিদদের মধ্যে এ বিষয়ে তেমন কিছু শোনা যাচ্ছে না। যেসব দল দ্রুত নির্বাচন চাইছে, সেসব দলের স্থানীয় নেতারা দুটি নির্বাচনের কথাই বলছেন।

তিনি বলেন, কেউ কেউ আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। কেউ কেউ একই দিনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। তবে স্থানীয় পর্যায়ে দ্রুত জাতীয় নির্বাচন চায়—এমন সংখ্যা কম। 

তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে মানুষের মতামত হচ্ছে, তারা সেবা পাচ্ছেন না। কার কাছে যাবেন, সেটা বুঝতে পারছেন না। তাই তারা এখন স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মনে করছেন। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে।

মতামতে তোফায়েল হোসেন চট্টগ্রামের পার্বত্য জেলা পরিষদের নির্বাচন নিয়ে স্থানীয় সরকার কমিশন সুপারিশ রাখবে বলে জানান। ইতোমধ্যে তিন জেলায় কমিশন সদস্যরা মতবিনিময়ও করেছেন।

তিনি বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্পেসিফিক চিন্তা করেছি। মত বিনিময় করা, আইন কানুন পর্যালোচনা করেছি। অনেক সমস্যা সংকুল এলাকা। কী করব-স্পষ্টভাবে কিছু বলতে পারছি না। জেলা পরিষদ নির্বাচনটা করতে গেলে কী কী বাধা রয়েছে সেটা স্টাডি করছি। অন্তত জেলা পরিষদ নির্বাচনটা যেন সব নির্বাচনের মত হতে পারে।’

গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী ৯০ দিনের মধ্যে এ কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে। সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে ঢাকা ও ঢাকার বাইরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে সংস্কার কমিশন। এর অংশ হিসেবে সোমবার সংবাদিকের সঙ্গে মতামতে আয়োজন করা হয়।

RA/NC
আরও পড়ুন