ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিকালে পর্দা উঠছে বইমেলার, থাকছে ‘জুলাই চত্বর’

আয়োজিত এ মেলার রঙ হিসেবে বেছে নেয়া হয়েছে লাল, কালো ও সাদা। বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে চিরকালীন সাদা।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। লাল-কালো আর সাদা রঙে; ফুটিয়ে তোলা হয়েছে বিপ্লব, শোক আর আশার প্রদীপ। আর গণআন্দোলনের স্মৃতি স্মরণে থাকছে ‘জুলাই চত্বর’।

বইমেলা পরিচালনা কমিটি’র সদস্য সচিব ড. সরকার আমিন জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় আয়োজন মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৫’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাগত বক্তৃতা করবেন।

চলতি বছরে আয়োজিত এ মেলার রঙ হিসেবে বেছে নেয়া হয়েছে লাল, কালো ও সাদা। বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে চিরকালীন সাদা।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটটাও ভিন্ন।

AHA
আরও পড়ুন