ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘ফ্যাসিবাদ’ ফিরে আসার চেষ্টা করতে পারে: শিল্প উপদেষ্টা

‘যেই ঐক্য রচিত হয়েছিল ৫ অগাস্ট সে ঐক্য যেন কোন অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে।’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘যে কোনো দুর্বলতার সুযোগে ‘ফ্যাসিবাদ’ ফিরে আসার চেষ্টা করতে পারে। আমাদের মনে রাখতে হবে, আগ্রাসন এবং বিভিন্ন ধরনের আক্রমণ থেকে কিন্তু আমরা মুক্ত নই।’

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চট্টগ্রামের অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি, এ সংগ্রামে অংশ নেওয়া সমস্ত ছাত্রছাত্রী ও শহীদের কথা আপনারা লিখবেন। আমাদের প্রতিনিয়ত যেন এ কথা মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকের বাংলাদেশে আছি। যেন প্রতিনিয়ত মনে থাকে, যেই ঐক্য রচিত হয়েছিল ৫ অগাস্ট সে ঐক্য যেন কোন অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে।’

উপদেষ্টা বলেন, ‘এই বইমেলার ‘ন্যারেটিভ’ আলাদা হবে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের ৩৬ দিনে যে ছাত্র জনতা রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে। সেই বদলে যাওয়া ন্যারেটিভের উপর দাঁড়িয়ে আজকের এই বইমেলা। আজকের যে বাস্তবতা, বদলে যাওয়া বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে সফল সংগ্রাম, তার ওপর দাঁড়িয়ে আজকের বইমেলা।’

জনতার ঐক্য, ছাত্র সমাজের ঐক্য, গণমানুষের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নেবে– এমন আশাবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যা আশা করে তা হচ্ছে, মাথা উঁচু করে দাঁড়ানো। একুশ মানে মাথা নত না করা। আমাদের একুশে ফেব্রুয়ারি এবার যেন তা মনে রেখেই হয়।’

চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

AA/NC
আরও পড়ুন