দেশজুড়ে যৌথবাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া, গত ২৪ ঘণ্টায় অন্যান্য মামলা ও পরোয়ানার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আরও ১,১৬৮ জন। এ নিয়ে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৭৫।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, অভিযানকালে গত ২৪ ঘণ্টায় দুইটি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, দুইটি গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুইটি প্লায়ার্স, দুইটি বাটাল ও দুইটি লাঠি জব্দ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় ‘ডেভিল হান্ট’ অভিযানে ৩৪৩ জনসহ মোট গ্রেপ্তারের সংখ্যা ছিল ১৫২১।
আর অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য রোববার (৯ ফেব্রুয়ারি) দিলেও ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তারের পৃথক তথ্য দেয়নি পুলিশ।
গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এ অভিযানে নামে যৌথ বাহিনী।
সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানোর কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
অপারেশন ডেভিল হান্ট: সাত জেলায় গ্রেপ্তার ৫২, অস্ত্র-শস্ত্র উদ্ধার
নৌবাহিনীর কম্বিং অপারেশন: বিপুল পরিমান অবৈধ জাল ধ্বংস 