ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাধ্যতামূলক অবসরে মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা 

এছাড়া আরও দুই সচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান পলাতক মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এছাড়া আরও দুই সচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব ছিলেন। সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম তার স্বামী। মনিরুলকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

AHA
আরও পড়ুন