ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের সখিপুর থানার বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ। তিনি বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ৮১০ পয়েন্টের মধ্যে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দল ৭৭১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৭৫৮ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ দলের ফ্লাইট লেফটেন্যান্ট মো. শামস তাবরীজ রাইফেল ফায়ারিং এ ১৪৭ ও পিস্তল ফায়ারিং এ ১১৮ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা। 

গত ২৩ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিমানবাহিনীর সাতটি দল অংশ নেয়। 

 

RA
আরও পড়ুন