ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজয় ধরে রাখতে প্রজন্ম যেন সতর্ক থাকে: উপদেষ্টা আদিলুর

‘ঐক্য ধরে রাখতে না পারায় নব্বইয়ে আমরা একটি কাঠামো ধরে রাখতে পারিনি। হাসিনার স্বৈরাচার ফেরত এসেছে। মুজিববাদ ফেরত এসেছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম

‘আজকের প্রজন্ম যেন সতর্ক থাকে তাদের বিজয় ধরে রাখার জন্য। গত ৫ আগস্টের ঐক্য ধরে রাখতে হবে, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা’-- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। 

এরশাদ পতন আন্দোলনে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নব্বইয়ের একজন সংগঠক হিসেবে এরশাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে লড়াই করে বিজয় এনেছিলাম। সেই বিজয় ধরে রাখতে পারিনি। আজকের প্রজন্ম যেন সতর্ক থাকে তাদের বিজয় ধরে রাখার জন্য। ৫ আগস্টের ঐক্য ধরে রাখতে হবে, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা।’

শনিবার (২২ মার্চ) নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন উপদেষ্টা। ‘গণ–অভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশ: চ্যালেঞ্জ, জাতীয় স্বার্থ ও ঐক্যের পথরেখা’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

‘৩৬ জুলাইয়ের’ ঐক্য না থাকলে কোনো সংস্কার হবে না’—এ মন্তব্য করে উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, ‘ঐক্য ধরে রাখতে না পারায় নব্বইয়ে আমরা একটি কাঠামো ধরে রাখতে পারিনি। হাসিনার স্বৈরাচার ফেরত এসেছে। মুজিববাদ ফেরত এসেছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘সংস্কারের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। তারা এখন কতটা (সংস্কার) চায়, নির্বাচনের পর কতটা চায়, সে সিদ্ধান্ত তারাই নেবে।’

আলোচনায় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আবদুল হাফিজ, এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামন ফুয়াদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

NC
আরও পড়ুন