ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেনাপ্রধানের ইমামতিতে নামাজ পড়লেন রাষ্ট্রপতি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:৩১ এএম

রাজধানীতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মাগরিবের নামাজের জামাতে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) বঙ্গভবনে ইফতারের পর মাগরিবের নামাজে সেনাপ্রধানকে ইমামতি করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

ইফতারের পর অনুষ্ঠানস্থলে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। এ সময় জামাতে ইমামতি করেন সেনাপ্রধান।

MMS
আরও পড়ুন