নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষত ঈদুল ফিতরের লম্বা ছুটিতে নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিতে ১৮টি নির্দেশনা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তার সই করা অফিস আদেশে এসব নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনাগুলো নির্বাচন ভবনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিপালন নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে শৃঙ্খলা পরিপন্থি হিসেবে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
এর মধ্যে অন্যতম নির্দেশনাগুলো হলো:
‘নির্বাচন ভবনে আসা সব দর্শনার্থী ও সেবাপ্রত্যাশীর যানবাহনে নিরাপত্তা তল্লাশি করে ঢোকার অনুমতি নেওয়া, নির্বাচন ভবনে আসা সব গাড়ি ও কাভার্ড ভ্যান প্রবেশ ও বাহিরের সময় প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি করা, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন অফিশিয়াল প্রবেশপত্র বা পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করা, ডিউটি পোস্টে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী, আনসার ব্যাটালিয়ন এবং পুলিশ নির্বাচন ভবনের প্রবেশ ও বাহির ব্যতীত সার্বক্ষণিকভাবে গেট বন্ধ রাখা, কর্মকর্তা-কর্মচারিদের সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করা’ -- ইত্যাদি অন্যতম।
