ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বোট ক্লাবের ৩২ কোটি টাকা আত্মসাৎ করেন বেনজীর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ এএম

ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ জোরপূর্বক দখল করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন ক্লাবটির ৩২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধুমাত্র ভয়ভীতি ও ক্ষমতার অপব্যহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজীর। ক্লাবটির বর্তমান সদস্য সংখ্যা ৩ হাজারেরও বেশি উল্লেখ করে নাসির বলেন, সদস্যসরা চাঁদা দিলেও বিপুল সংখ্যক সদস্যের চাঁদা হাতিয়ে নেন বেনজির।

এ সময় আনুষ্ঠানিকভাবে তাকে ও সাবেক সাধারণ সম্পাদক লে. কর্নেল তাহসিন আমিনকে বহিষ্কারের ঘোষণা দেয় বর্তমান কমিটি।
 
নাসির মাহমুদ জানান, ১০ বছর ক্লাবের নির্বাচন হতে দেননি বেনজীর। অন্যদিকে ক্ষমতার অপব্যবহারে তার হাত দিয়েই বেআইনিভাবে ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছিলেন তাহসিন আমিন।
 
নাসির মাহমুদ আরও বলেন, ক্লাবের সেক্রেটারি ক্লাবের সদস্য হতে না পারলেও বেনজীরের ছত্রছায়ায় ক্লাবের ভুয়া মেম্বারশিপ নেন তাহসিন। বর্তমানে তাদের দুজনেরই ক্লাবের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
এ সময় ক্লাবটির জমি দখল নিয়ে ওঠা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন নাসির।

MMS
আরও পড়ুন