ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকায় নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:৫৯ পিএম

সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকা ইতোমধ্যে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় সেখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প অনুমোদন দেওয়া যাবে না।

তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়, ইসিএ ঘোষণার আলোকে ওই এলাকায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত মান উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশবান্ধব ও পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা যাবে।

সরকারি প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়, সুন্দরবনকে ঘিরে গঠিত ইসিএ অঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ নিষেধাজ্ঞা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

Raj/FJ
আরও পড়ুন