সারা রাত চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি, কাল থেকে গণঅনশন

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:১৩ এএম

চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান অবস্থান কর্মসূচি আজও চলবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জগন্নাথ পরিবার।

বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি থেকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। আগামীকাল শুক্রবার সাবেক বর্তমান শিক্ষার্থী-শিক্ষক সমাবেশ হবে। বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন শুরু হবে।

MMS