বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে শিক্ষা ভবন মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওয়ানা দিলে শিক্ষা ভবন এলাকায় আটকে দেয় পুুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এদিকে তাদের আটকাতে শিক্ষা ভবন মোড়ের আগে হাইকোর্ট মাজারগেটে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। শিক্ষকা নেতারা জানিয়েছেন, তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।
আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন।
শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু