ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:০৭ পিএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) থেকে টিকিট পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে ও তার পরবর্তী তারিখের টিকিট শুক্রবার থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে, গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন। 

তিনি জানান, যাত্রীরা আজ থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

RA
আরও পড়ুন