চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মলেনে অংশ নেবেন তিনি।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, চারদিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরে ৭টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। এছাড়া, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তাও চাওয়া হবে।
তিনি বলেন, এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।
সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা