ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাপানে পৌঁছেছেন ড. ইউনূস

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৫৪ পিএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্থানীয় সময় বুধবার (২৮ মে) দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকালে) টোকিওতে পৌঁছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে প্রধান উপদেষ্টা টোকিওতে পৌঁছেন।

মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। মাঝে হংকংয়ে যাত্রাবিরতি করেন প্রধান উপদেষ্টা।

সফরকালে প্রধান উপদেষ্টা নিক্কেই সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে ড. ইউনূসের।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাপান সফরে অধ্যাপক ড. ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ ছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।

JA
আরও পড়ুন