ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শুক্রবার (১৩ জুন) রাত থেকে শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়েছে। এতে সেতুর দুই প্রান্তেই যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে যানজটের কারণে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়েই ঢাকাগামী যানবাহন চলাচল করছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলতি গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। আবার রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এসময় উভয় পাশেই টোল আদায় বন্ধ রাখা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। গভীর রাতে সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে। ফলে সেতুর ওপর যান চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট শুরু হয়। শনিবার সকালে এই যানজট ১৭ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে এক ঘণ্টা পর পর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। সবমিলিয়ে রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫টির বেশি গাড়ি বিকল হয়েছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
