রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৫:৫২ পিএম

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এই সভায় সভাপতিত্ব করেন।

বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডব্লিউসি’র সর্বমোট ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২৩তম সাধারণ সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়।

দেশে তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বর্হিভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এর মাধ্যমে জাতীয় কর্তৃপক্ষের অনাপত্তি পত্র গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও চট্টগ্রাম বন্দরে দীর্ঘমেয়াদে মজুদকৃত রাসায়নিক দ্রব্যসমূহের ধ্বংসকরণসহ অন্যান্য বন্দরসমূহে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার ব্যাপারে সভায় আলোচনা করা হয়।

রাসায়নিক দুর্যোগ অথবা দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো প্রস্তুতকরণ এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য আগামী অক্টোবর মাসে ঢাকায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ) কর্তৃক একটি আর্ন্তজাতিক প্রশিক্ষণ আয়োজিত হবে বলে সভায় সকলকে অবহিত করা হয়। বাংলাদেশে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট অথবা অন্যান্য রাসায়নিক পদার্থ সংশ্লিষ্ট দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাহিনীসমূহ কর্তৃক গঠিত কেমিক্যাল ডিজেস্টার রেসপন্স টিম (সিডিআরটি) এর সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

একইসাথে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর একটি ল্যাবকে ওপিসিডব্লিউ’র ডেজিগনেটেড ল্যাবোরেটরি হিসেবে উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে চেয়ারম্যান সভায় বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পরিশেষে দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও এতদসংশ্লিষ্ট দুর্যোগ অথবা দুর্ঘটনা সফলভাবে মোকাবেলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য আহবান জানান বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান 

AA/AHA
আরও পড়ুন