ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘মব’ বন্ধে শুধু বিবৃতি নয়, ব্যবস্থাও গ্রহণ করেছে সরকার: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:১৮ পিএম

সরকার নন ভায়োলেন্স (অহিংস) ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । তিনি বলেন, সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি। এ নিয়ে ব্যবস্থাও গ্রহণ করেছে।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে মবের (জনতার উশৃঙ্খলা) মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশের ব্যাপারে উপদেষ্টা বলেন, পুলিশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গেল ১০ মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন।

তিনি আরও জানান, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে সেন্টমার্টিনের পরিবেশ ফিরতে শুরু করেছে। মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপটাকে বাঁচাতে চাই, এটা করতে পারলে সব আশঙ্কা দূর হয়ে যাবে।

উপদেষ্টা আরও জানান, শিল্পদূষণ রোধে প্রাধান্য দেওয়া হবে আগামী ৬ মাসে। এজন্য ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে বেশি যান্ত্রিক বোট চলতে দেওয়া যাবে না। এজন্য কাজ চলছে। ডিসিকে বলা হয়েছে।

এর আগে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে তুলে ধরে উপদেষ্টা বলেন, খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলবে না। ফিটনেসবিহীন  গাড়ির বিরুদ্ধে প্রথমবারের মতো পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ এক সাথে অভিযান চালাবে।

তিনি দাবি করেন, শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। কাচাঁবাজারে পলিথিন আছে। এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই থেকে অভিযান শুরু হবে।

FJ
আরও পড়ুন