ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে সেখানে আটকেপড়া আরও ৩২ বাংলাদেশি মঙ্গলবার (৮ জুলাই) দেশে ফিরছেন। দুই দফায় তারা দুটি আলাদা ফ্লাইটে দেশে ফিরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ইরান থেকে বিমানযোগে দেশে ফিরবেন ৩২ বাংলাদেশি। এয়ার এরাবিয়ার আলাদা ফ্লাইটে ২২ জন এবং ১০ জন দুই দফায় দেশে আসবেন। প্রথম দলটি ভোর পাঁচটা এবং দ্বিতীয় দলটি সকাল আটটা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এরইমধ্যে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। দ্বিতীয় দফায় মঙ্গলবার দেশে ফিরবেন আরও ৩২ জন। প্রথম দলকে স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনতে হয়েছে। তবে এখন ইরানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবারের দলটি আকাশপথে আসতে পারবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহী ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।
তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।
