গণঅভ্যুত্থান সফল না হলে অনেককে পরে শহীদ হতে হতো: উপদেষ্টা আসিফ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:২৮ এএম

৫ আগস্টের গণ–অভ্যুত্থান সফল না হলে আরও বহু মানুষকে শহীদ হতে হতো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ‘যদি আমাদের গণঅভ্যুত্থানে সফলতা না আসত, তাহলে আমরা হয়তো একটা ভিন্ন বাংলাদেশে থাকতাম। হয়তো আমাদের অনেককে সেই ঘটনার পরে শহীদ হতে হতো। তবে আনাসরা, জুনায়েদরা আমাদেরকে ব্যর্থ হতে দেয়নি। তাদের মতো আরও শত শত মানুষ সেদিন সফলতার জন্য, চূড়ান্ত সফলতার জন্য জীবন দিয়েছে।’

সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে সড়ক এবং শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে চত্বর উদ্বোধন অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দীর্ঘ দুই যুগের ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ তৈরি করে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদেরা। তাই তাদেরকে শুধু স্মরণে রাখলে হবে না, যে প্রেরণার জায়গা থেকে, যেই দেশপ্রেমের জায়গা থেকে তারা জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আজন্ম লড়াই করে যেতে হবে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশে আর কাউকে যেন জীবন দিতে না হয়, সে জন্য শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, গণ–অভ্যুত্থানে শহীদেরা প্রমাণ করেছে এই প্রজন্ম এমন একটি মন নিয়ে জন্মেছে, যারা কোনো অন্যায়কে মেনে নেয় না। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যদি বৃথা যায়, তাহলে যাঁরা দায়িত্ব নিয়েছেন, তারাও দায়ী হবেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চাঁনখারপুলে ৫ আগস্টে যে ছয়জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারে চার্জ (অভিযোগ) গঠনের আদেশ হবে এ মাসের ১৪ তারিখ। আর আগস্টের শুরুতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি বলেন, যারা নির্বিচার পাখির মতো মানুষকে মেরেছে, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

এ সময় শহীদ শাহারিয়ার খান আনাস ও শহীদ মেহেদী হাসান জুনায়েদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা আনাস, জুনায়েদসহ গণ–অভ্যুত্থানের সব শইীদের আত্মত্যাগকে মনে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে শহীদ শাহারিয়ার খান আনাসের নামে ধূপখোলা এলাকার একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে একটি চত্বর উদ্বোধন করেন তিনি। পরে দুই শহীদের স্মরণে চত্বরসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে দোয়া করা হয়।

khk