ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার ইরান থেকে দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৪০ এএম

ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি নাগরিক সোমবার (১৪ জুলাই) ভোরে দেশে ফিরছেন। সরকারি খরচে ইরান থেকে এটিই বাংলাদেশিদের শেষ প্রত‌্যাবাসন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে মাশহাদ ও শারজাহ হয়ে ৩০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। তারা মঙ্গলবার ভোরে ঢাকায় ফিরবেন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ১ জুলাই প্রথম দফায় তেহরান থেকে সরকারি খরচে দেশে ফেরা‌নো হয় ২৮ বাংল‌দে‌শি‌কে। পরে গত ৮ জুলাই আরও দুই দফায় ৩২ বাংলাদেশিকে দেশে ফেরা‌নো হয়।

khk
আরও পড়ুন