প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছি। এর আগে কিছু কাজ আছে। এর মধ্যে অন্যতম জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব বলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে এ ভাষণ সম্প্রচার করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রধান কাজ ছিল তিনটি- সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় সংসদ নির্বাচন। আমরা প্রয়োজনীয় সংস্কারের জন্য ঐকমত্য কমিশন গঠন করেছি। এর মাধ্যমে সকল রাজনৈতিক দল মিলে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে চলেছে। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে।
