ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাধ্যতামূলক অবসরে ৯ পুলিশ কর্মকর্তা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০১:৩৬ পিএম

জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা ও ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে ৯ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাচ্ছে সরকার।  

রোববার (১০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের অবসরের ফাইলে সিনিয়র সচিব নাসিমুল গনি সই করেছেন। যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপনে তাদের অবসরের সিদ্ধান্ত জানানো হবে।  

অবসরে পাঠানে কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।

NB/SN
আরও পড়ুন