ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাঠামোগতভাবে কাজ করছে না: নৌপরিবহন উপদেষ্টা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না।’

রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার- আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও। প্রত্যেক জায়গায় ফ্যাসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এ রকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন?’

তিনি জানান, ‘বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। একটা চিঠি দিয়ে পেছনে লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো- এভাবে কাজ করতে হচ্ছে।’

শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরে এই উপদেষ্টা বলেন, ‘বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে- এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) গিয়ে কথা বলতে পারেন না। লেবার সেক্টরে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট রয়েছে।’

তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।

শ্রমিক অধিকার বিষয়ে নৌ উপদেষ্টা বলেন, ‘একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন। নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, নির্মাণ খাতের বড় বড় কম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।’

MMS
আরও পড়ুন