ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সহকারী কমিশনার আরিফুজ্জামান বরখাস্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আরিফুজ্জামান, সাবেক সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর বর্তমানে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সেহেতু, মো. আরিফুজ্জামানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

MH/FJ
আরও পড়ুন