ঢাকা শহরে পরিশোধিত পানি সরবরাহ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রকল্পটি চারবার সংশোধন করা হয়েছে, অথচ ঢাকা ওয়াসা সঠিকভাবে কাজ করছে না। অনিয়মগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, এখন থেকে প্রকল্পের কাজে ধীরগতির জন্য কোনো অজুহাত গ্রহণ করবে না সরকার। সব মন্ত্রণালয়কে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে ড. মাহমুদ বলেন, রাজধানীতে আরও দুটি মেট্রোরেল নির্মাণে বেশি অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে। তবে এসব চুক্তি আগেই হয়েছে। তারপরও খরচ কমাতে জাইকার সঙ্গে দরকষাকষি চলছে।
বৈঠকে বিদ্যুতের সিস্টেম লস কমানোসহ ৬ হাজার ৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান। এছাড়া ৫১৯ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো প্রকল্প বাস্তবায়নে কিছুটা পরিবেশের ক্ষতি হতে পারে। তবে এর সুফলও আছে। পরিবেশের ছাড়পত্র নিয়েই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ করা হবে।
ভোলাগঞ্জে পাথর লুটে প্রশাসনের যোগসাজশ ছিল: পরিবেশ উপদেষ্টা