ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে ইসির বৈঠক

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশগ্রহণ করেছেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

রোডম্যাপ চূড়ান্তের পরই সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা বৈঠকে বসবেন। কবে এই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হবে সেটিও জানাবে ইসি।

ইসির এক সূত্র জানাচ্ছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে পরিকল্পনা করেছে, সে অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, ভোটের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। চলতি বছরের শুরুতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, সে অনুযায়ী ১২ কোটি ৩৭ লাখ ভোটার আগামী নির্বাচনে ভোট দিবে। এবার প্রথম বারের মতো প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।  

MH
আরও পড়ুন