ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিকের নামে মামলায় ডিইউজে’র উদ্বেগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:১৩ এএম

সাংবাদিক সাগর চৌধুরীর নামে দায়ের করা মামলা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, সাংবাদিক সাগর চৌধুরী ভোলার কোর্টের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিলেন। ওই সংবাদের জেরে তার নামে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করে।

তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

ডিইউজে নেতারা আরও বলেন, কেউ কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে তার প্রতিবাদ জানাতে পারেন। অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেন। কিন্তু আইনি পথে না হেঁটে সরাসরি মামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

HN
আরও পড়ুন