ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একটি প্রতিনিধিদল। দেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। দলের নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রতিনিধি দলে অন্য সদস্যরা হলেন ডা. তাসনিম জারা, হান্নান মাসুদ এবং আরিফুর ইসলাম আদিব।

এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস’র পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি বৈঠকে অংশ নেবে। এর আগে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা ছিল।

DR/FJ
আরও পড়ুন