ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতে সরকারের প্রতি এনসিপির আহ্বান

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একের পর এক অবৈধ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সেসব নির্বাচনকে বৈধতা দিয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, একটি নিষিদ্ধ দলের পক্ষ নিয়ে জাতীয় পার্টি বারবার তাদের কার্যক্রমে অংশ নিয়েছে। এটা গণতন্ত্রবিরোধী। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

এদিন জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়। বৈঠকে তারা আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক সহিংসতা, এবং নিষিদ্ধ দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আদীব বলেন, ‘আমরা মনে করি, এ মুহূর্তে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় নীতিগত অবস্থান স্পষ্ট করা জরুরি। যারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের কার্যক্রম রোধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

DR/FJ
আরও পড়ুন