দুর্যোগ মোকাবেলার চেয়ে দুর্যোগ প্রশমন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বর্তমান জলবায়ু বাস্তবতায় আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহসহ নানা দুর্যোগের ঘনঘটা ও তীব্রতা বেড়েছে। এর ফলে শুধু অর্থনীতি নয়, মানুষের প্রতিদিনের জীবনযাপনও হুমকির মুখে পড়ছে। উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা কমলেও জীবিকা, সম্পদ ও অর্থনৈতিক ক্ষতি এখনও ব্যাপকভাবে জনগণকে দুর্দশায় ফেলছে।
ফারুক ই আজম বলেন, অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয়; বরং পূর্বাভাসের ওপর ভিত্তি করে সংকট আসার আগেই পদক্ষেপ নেওয়া। এই মানসিকতা দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ একটি অনন্য দেশ, তাই সমাধানগুলো হতে হবে মানুষকেন্দ্রিক, স্থানীয় নেতৃত্বাধীন এবং কমিউনিটি ভিত্তিক। এভাবেই ক্ষতি কমানো, জীবন রক্ষা এবং দুর্বল জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষা সম্ভব হবে। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক মানুষকে সঠিক সময়ে যথার্থ সতর্কবার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।
পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী দুই দিন এ সংলাপে অভিজ্ঞতা বিনিময়, নতুন ধারণা অন্বেষণ এবং অগ্রযাত্রার পথ নির্ধারণ করা হবে। এ বছরের থিম হচ্ছে—বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর মো. আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড ও অ্যাকশন এগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মো. আকমাল শরীফ প্রমুখ।
