আর মাত্র এক সপ্তাহ পরেই শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে রাজধানীজুড়ে বইছে উৎসবের আমেজ। নগরীর বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা গড়ার কাজ, মণ্ডপ সাজানোর প্রস্তুতি, আলোকসজ্জা ও নিরাপত্তার ব্যবস্থা। পূজা আয়োজনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজক, কারিগর, শিল্পী ও স্থানীয় বাসিন্দারা।

রাজধানীতে দেখা গেছে, রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, শাঁখারিবাজারের শ্রী শ্রী শনিদেবের মন্দির, শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দির ও শ্রীধর চক্র জিঁউ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিমা নির্মাণে প্রায় শেষ পর্যায়ে, কেউ কেউ শুরু করে দিয়েছেন রঙের কাজও। পাশাপাশি মণ্ডপ তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাপড়, লাইটিং ও সাজসজ্জার নানা উপকরণ দিয়ে সাজানো হচ্ছে পূজাস্থলগুলো।
রমনা কালীমন্দিরে কর্মরত শিল্পীরা জানান, প্রতিমার গড়ার কাজ প্রায় শেষ। এখন রঙের কাজ শুরু হবে। এরপর প্যান্ডেলের সাজসজ্জা করবো।
মেলায় জমে উঠেছে পূজা প্রাঙ্গণ
দুর্গাপূজাকে কেন্দ্র করে রমনা কালীমন্দির প্রাঙ্গণে তিনদিনব্যাপী এক মেলা চলমান রয়েছে, যা শেষ হবে রোববার (২১ সেপ্টেম্বর)। মেলা চলাকালীন কিছু প্রস্তুতি আপাতত স্থগিত থাকলেও মেলা শেষে পুরো মন্দির চত্বরে লাইটিং ও অন্যান্য সাজসজ্জার কাজ শুরু হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও পুরান ঢাকার অন্যান্য পূজামণ্ডপেও একই রকম চিত্র দেখা গেছে। চলছে বাঁশ-কাঠ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ, ঝালর টাঙানো, রঙের কাজ, স্টেজ নির্মাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা।
কর্মব্যস্ততা বাড়ছে দিন দিন
শাঁখারিবাজারের শ্রী শ্রী শনিদেবের মন্দিরে কাজ করছেন সাজসজ্জা কর্মীরা। তারা বলেন, তিন দিন ধরে কাজ করছি, আরও দুদিন লাগবে। পাশেই স্টেজ তৈরি হচ্ছে। প্রতিমা এলে বাকি কাজ শুরু করবো। অন্যদিকে পুরান ঢাকার শ্রী শ্রী রক্ষা কালীমাতা মন্দিরের আশেপাশে চলছে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির কাজ। অন্তত ২০ থেকে ২৫ জন শ্রমিক পূজা মণ্ডপ তৈরির কাজ করছেন। গত কয়েকদিন ধরেই তারা এই কাজ করছেন বলে জানান।

ডেকোরেশনেও এসেছে আধুনিকতার ছোঁয়া
পুরান ঢাকার বিভিন্ন মন্দিরের সামনে ডেকোরেশন কর্মীদের মণ্ডপ তৈরির কাজ করতে দেখা গেছে। তারা জানান, পূজার ডেকোরেশন অন্য যেকোনো ইভেন্ট থেকে আলাদা। এখনকার মানুষ এক ডিজাইন বারবার দেখতে চায় না। তাই আমাদেরও কাজের ধরনে নতুনত্ব আনতে হচ্ছে।
তারা আরও জানান, আগে একটা কাপড় দিয়েই অনেক প্যান্ডেল সাজানো হতো। এখন লাইট, সাউন্ড, থিম- সব কিছুতেই আধুনিকতা এসেছে।

পূজামণ্ডপ বেড়েছে আগের চেয়ে বেশি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি। ২০২৪ সালে সারাদেশে ৩১,৪৬১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হয়। এর মধ্যে রাজধানীতে পূজা হয়েছে ২৫২টি মণ্ডপে। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সারাদেশের মতো রাজধানীতেও পূজার প্রস্তুতি জোরকদমে চলছে। শেষ মুহূর্তের এই প্রস্তুতির মধ্য দিয়ে প্রতিদিনই বাড়ছে উৎসবের রঙ। আলোকিত শহরের অলিগলিতে ধ্বনিত হচ্ছে পূজার আগমনী বার্তা।
দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝালকাঠিতে ১৬২ মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা
শারদীয় দুর্গাপূজা: ফটিকছড়িতে প্রস্তুত হচ্ছে ১২৭ মণ্ডপ