অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি (এসিসিইএ) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ইপিআই টিকা কিনতে অনুমোদন দিয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ইউনিসেফের মাধ্যমে ‘গাভি’ থেকে এই টিকা কেনা হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির ৩০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের তিন মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন আমরা তিন মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির অনুমোদন দিয়েছি। পরবর্তীকালে আমরা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনার চেষ্টা করব।’
‘রাজধানীতে বৈদ্যুতিক বাস চালুর সিদ্ধান্ত নভেম্বরে’