ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অযোগ্য হজ এজেন্সির যাত্রীদের স্থানান্তরে নির্দেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

হজ ২০২৬ সালের জন্য এখন পর্যন্ত ৭০২টি হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যেসব হজ এজেন্সি এই তালিকায় জায়গা পায়নি, তাদের অধীনে থাকা প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য এজেন্সিতে স্থানান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর মালিক ও প্রতিনিধিদের উদ্দেশ্যে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও কার্যকর হজ ব্যবস্থাপনার স্বার্থে অযোগ্য এজেন্সির ইউজার আইডি সাময়িকভাবে সক্রিয় করা হয়েছে, যাতে তারা দ্রুত তাদের যাত্রীদের যোগ্য এজেন্সিতে স্থানান্তর করতে পারে।

এতে আরও বলা হয়, যারা নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী স্থানান্তরের প্রক্রিয়া শেষ করতে ব্যর্থ হবে, তাদের অধীনস্থ প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের হজে অংশগ্রহণে জটিলতা তৈরি হতে পারে।

কী করতে হবে

  • অযোগ্য এজেন্সিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিজ দায়িত্বে যাত্রী স্থানান্তর করতে হবে।
  • যাত্রীদের যেকোনো যোগ্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ রয়েছে।
  • স্থানান্তরের পর যাত্রীর তথ্য হালনাগাদ করে নিশ্চিত করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে আগাম প্রস্তুতির মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করা যায়।

আগাম প্রাক-নিবন্ধন করে থাকা হজযাত্রীরা যেন নির্ধারিত সময়ের মধ্যেই স্থানান্তর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এমন আহ্বানও জানানো হয়েছে।

DR/MMS
আরও পড়ুন